ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সম্পর্কেঃ
বাংলাদেশ গভ: অনুমোদিত রেজি নং - পি.এফ ৩০৭৮৬
ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটি সুনামধন্য ঐতিহ্যবাহী আমিন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৮ বছরেও অধিক সময় ধরে সমগ্র বাংলাদেশে ৩/৬ মাস মেয়াদে ভ্র্যাম্যমান ট্রেনিং কোর্স পরিচালনা করে আসছে। অত্র ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম গঞ্জে আমিন/সার্ভেয়ার পেশার মাধ্যমে এক বিশাল জনগোষ্টির কর্মসংস্থান গড়ে তুলেছে।
একই সাথে সর্বসাধারনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে আপামর জনতার সাহায্যে এগিয়ে এসেছে। সময়ের সাথে ও সময়ের দাবি পুরনের লক্ষে দীর্ঘদিন ধরে সুনামের সহিত পরিচালনা করার পরও ছাত্রছাত্রীদের দাবীর পরিপ্রেক্ষিতে এবং সরকারী চাকরীর চাহিদা পুরনের লক্ষে অত্র প্রতিষ্ঠানটি খুব সুনামের সহিত ১০ বছর ধরে কাজ করে আসছে।
অত্র ট্রেনিং এর মাধ্যমে মো : জাহাঙ্গীর আলম বাংলাদেশের গ্রাম গঞ্জে আমিন/সার্ভেয়ার পেশার জনগোষ্টির এক বিশাল কর্মসংস্থান গড়ে তুলেছে।
আমাদের আমিনশীপ কোর্সের বৈশিষ্ট সমূহ :
- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস গ্রহন
- সারেজমিনে মাঠ প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষাদান
- সব রকমের আমিনশীপ কার্যক্রমের উপর আলাদা ক্লাসের ব্যবস্থা
- আমিনশীপে ব্যবহৃত সকল রকম যন্ত্রপাতির ব্যবহার শিক্ষাদান
- কোর্স শেষে সরকারি অনুমোদিত সনদ প্রদান
আমাদের সার্ভে ফাইনাল কোর্সের বৈশিষ্ট সমূহ :
- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস গ্রহন
- সারেজমিনে মাঠ প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষাদান
- সব রকমের আমিনশীপ কার্যক্রমের উপর আলাদা ক্লাসের ব্যবস্থা
- আমিনশীপে ব্যবহৃত সকল রকম যন্ত্রপাতির ব্যবহার শিক্ষাদান
- কোর্স শেষে ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (সরকারি অনুমোদিত) প্রতিষ্ঠান হতে সনদ প্রদান।
কোর্সের নিয়মাবলীঃ
- এই কোর্স সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠানের নিয়োগকৃত প্রশিক্ষক মণ্ডলী দ্বারা ভ্র্যামমান কোর্স হিসেবে পরিচালিত হয়।
- সমগ্র বাংলাদেশে একই নিয়মে ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রধান শাখার আওতায় ক্লাস পরিচালিত হয়।
- ৬ মাস মেয়াদী কোর্সে ভর্তির সময়ঃ জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর
- ৩ মাস মেয়াদী কোর্সে ভর্তির সময়ঃ জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টবর-ডিসেম্বর